• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবজি খেলেই চাকরিজীবী বাবাকে পথে বসাল কিশোর!

  প্রযুক্তি ডেস্ক

০৫ জুলাই ২০২০, ২০:১৫
পাবজি
পাবজি খেলে চাকরিজীবী বাবাকে পথে বসাল কিশোর! (ছবি : সংগৃহীত)

বর্তমান সময়ের জনপ্রিয় গেম পাবজি খেলতে গিয়েই সরকারি চাকরিজীবী বাবাকে পথে বসিয়েছে কিশোর ছেলে। কারণ ওই কিশোরের কাছে তার বাবার তিনটি ব্যাংক অ্যাকাউন্ট এর অ্যাক্সেস ছিল।

দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে জানা গেছে, ১৭ বছর বয়সী ভারতে পাঞ্জাবের ওই কিশোর, জনপ্রিয় গেমটি খেলার সময় বিভিন্ন পেড অ্যাপ্লিকেশন নিয়ে এবং গেম আপগ্রেড করতে ১৬ লাখ টাকা খরচ করেছে। ওই কিশোর তার মায়ের ফোন থেকে পাবজি খেলত। ছেলের হাতে দীর্ঘসময় ফোন দেখে মা বকাবকি করলে, পড়াশোনার জন্য তাকে দীর্ঘসময় মোবাইল ব্যবহার করতে হচ্ছে বলে সে জানাত। যদিও সে ওই সময় তার বন্ধুদের সাথে পাবজি খেলত।

অ্যাপ্লিকেশন কেনার পাশাপাশি, গেমটি খেলতে গিয়ে সে টিমমেটদের জন্য আপগ্রেডও কিনেছিল বলে জানা গেছে। যদিও সে কোনোদিন বাবা মা-কে গেম খেলার জন্য অর্থ খরচের কথা জানায়নি।

এমনকি ফোনে ব্যাংক থেকে মেসেজ এলে সে সেগুলো ডিলিট করে দিত। তবে ব্যাংকের বই আপডেট করার পর তার বাবা মা বুঝতে পারে যে ১৬ লাখ টাকা তার ছেলে নষ্ট করেছে।

আরও পড়ুন : উন্নত প্রযুক্তিতে বাজারে আসছে পাঁচ ক্যামেরার ফোন

ওই কিশোরের বাবা একজন সরকারি চাকরিজীবী। সে ছেলের ভবিষ্যৎ ও চিকিৎসার জন্য ওই টাকা জমিয়ে রেখেছিল। কিশোর যখন পাবজি খেলত তখন তার বাবার পোস্টিং অন্য জায়গায় ছিল। আর মায়ের পক্ষেও ছেলের এই কীর্তি ধরা সম্ভব হয়নি।

জানা জানি হওয়ার পর ওই কিশোরের পরিবার পুলিশের কাছে সাহায্য চাইলেও, পুলিশ তাদের কোনো সাহায্য করতে পারিনি। কারণ গেম কোম্পানি ভুলভাবে কোনো অর্থ নেয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড