• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাজারে আসছে রিয়েলমির ১২ জিবি র‌্যামের স্মার্টফোন

  প্রযুক্তি ডেস্ক

২৬ মে ২০২০, ১৫:২৩
স্মার্টফোন
রিয়েলমির স্মার্টফোন (ছবি : সংগৃহীত)

স্মার্টফোনের জগতে আরও এক ধাপ এগিয়ে বাজারে নতুন ফোন আনল রিয়েলমি। মডেল রিয়েলমি এক্স৫০ প্রো প্লেয়ার এডিশন। এই ফোনে থাকছে ফাইভ জি কানেক্টিভিটি। রিয়েলমি এক্স ৫০ প্রোর থেকে তুলনামূলক কম দামে লঞ্চ হয়েছে এক্স ৫০ প্রো প্লেয়ার এডিশিন।

ফোনটিতে থাকছে ৯০ হার্জের ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। ডলবি অ্যাটমস ও হাই রেজ অডিওসহ এই ফোন লঞ্চ করেছে রিয়েলমি।

চীনের বাজারে ফোনটির দাম শুরু ২৬৯৯ ইয়েন থেকে। আপাতত চীনে দুটি রঙে বিক্রি শুরু হবে এই ফোন।

অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেমের উপর এই ফোনে দেওয়া হয়েছে রিয়েলমির নিজস্ব ইউজার ইন্টারফেস।

ফোনটিতে ৬.৪৪ ইঞ্চির ৯০ হার্জের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনের ভেতরে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। ১২ জিবি র‌্যামের ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।

নতুন এই ফোনের পেছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

আরও পড়ুন : সব আইফোন আনলক হবে নতুন জেইলব্রেকে

নতুন ফোনে ফাইভজি কানেক্টিভিটি ব্যবহার করেছে রিয়েলমি। ৪১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির শক্তিতে চালিত এই ফোনটিতে রয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড