• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাজারে এসেছে কোয়ালকমের নতুন প্রসেসর

  প্রযুক্তি ডেস্ক

১৬ মে ২০২০, ১১:১৭
কোয়ালকমের প্রসেসর
বাজারে এসেছে কোয়ালকমের নতুন প্রসেসর (ছবি : সংগৃহীত)

বাজারে স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসর এনেছে কোয়ালকম। প্রসেসরটির মডেল ৭৬৮জি। এটি মোবাইল গেম খেলার জন্য সিপিইউ ও জিপিইউকে বিশেষভাবে বুস্ট করা।

সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সি (আইএএনএস) নিজেদের এক প্রতিবেদনে জানায়, প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৭৬৫জি’র একটি উন্নত সংস্করণ। এটিই প্রথম ৭-সিরিজ প্ল্যাটফর্ম সাপোর্টেড প্রসেসর— যা ‘অ্যাড্রিনো আপডেটেবল জিপিইউ’ ড্রাইভারকে সমর্থন করে। সেই সঙ্গে স্ক্রিনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটকেও সমর্থন করে। এর সিপিইউকে ২.৮ গিগাহার্টজ স্পিড পর্যন্ত বাড়ানো যাবে।

এ ব্যাপারে কোয়ালকমের সহকারী প্রধান কেডার কোনডাপ বলেন, ‘গেমের পারফরমেন্সকে উচ্চতর পর্যায়ে নিতেই প্রসেসরটি ডিজাইন করা। প্রসেসরটি ব্যাটারির ক্ষমতাকেও বাড়াবে।’

আরও পড়ুন : করোনার মাঝে স্বাস্থ্যসেবা মিলবে সহজ অ্যাপে

জানা যায়, এই প্রসেসরটির সঙ্গে স্ন্যাপড্রাগন এক্স ৫২-৫জি মডেম-আরএফ সিস্টেম সব এলাকার ফ্রিকোয়েন্সি ব্যান্ডকেই সমর্থন করবে। স্ন্যাপড্রাগন এক্স৫২-৫জি মডেম-আরএফ সিস্টেম ডিজানই করা হয়েছে মাল্টি-গিগাবিট পিক সমর্থিত। এর ডাউনলোড স্পিড ৩.৭ গিগাবিটস এবং আপলোড স্পিড ১.৬ গিগাবিট পর্যন্ত করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড