• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আউটলুকে যোগ হলো দুটি নতুন ফিচার

  প্রযুক্তি ডেস্ক

১২ মে ২০২০, ২১:৩৪
আউটলুক
আউটলুকে যোগ হলো দুটি নতুন ফিচার (ছবি : সংগৃহীত)

আজকাল জি-মেইলে কোনও মেইল টাইপ করার সময় কিছু বাক্য অনুমান করে আগে থেকেই সাজেশন হিসেবে দিয়ে দেয়। এবার ঠিক তেমনই ফিচার চালু করতে যাচ্ছে মাইক্রোসফট আউটলুক। বাক্য অনুমান করে দেওয়ার এই ফিচারটি পাওয়া যাবে আউটলুক ডট কম এবং আউটলুক অন দ্য ওয়েব থেকে।

ফিচারটি চালু হলে আউটলুক ব্যবহারকারীর কোনও মেইল টাইপ করার সময় সাজেশনে যখন কোনও বাক্য আসবে তখন কি-বোর্ডের ট্যাব কি অথবা ডান পাশের অ্যারো কি-তে চাপ দিলে লেখাটি টাইপ হয়ে যাবে। অথবা ব্যবহারকারী যদি সাজেশনের বাক্যটি নিতে না চান তাহলে তিনি তার নিজস্ব বাক্য টাইপ করতে থাকলে সাজেশনের বাক্যটি চলে যাবে।

আরও পড়ুন : করোনার মতোই রূপ বদলে নীল থেকে লাল হয়েছে মঙ্গল!

মাইক্রোসফটের এই ফিচারটি এ মাসের শেষ নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। এটি তাদের ‘৩৬৫’ সংস্করণের জন্য ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ভার্জ। ফিচারের পাশাপাশি মাইক্রোসফট আউটলুকের জন্য ‘সেন্ড লেটার’ নামে আরও একটি ফিচার আনতে যাচ্ছে। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কোনও মেইলকে তৎক্ষণাৎ না পাঠিয়ে কোনও একটি সিডিউল টাইমে পাঠাতে পারবেন। অর্থাৎ তারিখ ও সময় ঠিক করে মেইলটি সেন্ড দিয়ে রাখলেও প্রাপক সেই সিডিউল সময় অনুযায়ী মেইলটি পাবেন। মাইক্রোসফট জানায়, সেন্ড লেটার ফিচারটি জুনের শেষ নাগাদ আসতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড