• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক টুইটের মাশুল গুণতে হলো ১৪০০ কোটি ডলার!

  প্রযুক্তি ডেস্ক

০৩ মে ২০২০, ২০:২০
টুইট
এক টুইটের মাশুল গুণতে হলো ১৪০০ কোটি ডলার (প্রতীকী ছবি)

অত্যাধুনিক গাড়ি নির্মাতা টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের এক টুইটেই তার ১৪০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

সম্প্রতি টুইটারে ইলন মাস্ক তার কোম্পানির শেয়ারমূল্য বেশি আছে বলে একটি পোস্ট করেন। এরপরেই কোম্পানির মূল্যমান থেকে ১৪০০ কোটি ডলার কমে যায়। শুধু তাই নয়, মাস্কের নিজের শেয়ার থেকেও ৩০০ কোটি ডলার কমে গেছে।

ইলন মাস্ক তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে বেশকিছু টুইট পোস্ট করেন। এরমধ্যে টেসলার শেয়ারমূল্য এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও টুইট করেন।

তিনি ওই টুইটবার্তায় লেখেন, ‘টেসলার স্টক প্রাইজ ইজ টু হাই ইমো’ অর্থাৎ টেসলার শেয়ারের দাম অনেক বেশি।

আরও পড়ুন : আপনার মুঠোফোনের তথ্য পাচার করছে শাওমি!

এর আগে, ২০১৮ সালে মাস্ক নিউইয়র্কের স্টক মার্কেটে টেসলার ভবিষ্যৎ নিয়ে টুইট করেন। এই অভিযোগে তাকে ২০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড