• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেলিকম বাজারে বছরের শেষার্ধের ধাক্কা

  প্রযুক্তি ডেস্ক

২৩ জানুয়ারি ২০২০, ১৩:৪০
টেলিকম
মোবাইল ও ইন্টারনেট সংযোগ বৃদ্ধির পরিসংখ্যান (ছবি : সংগৃহীত)

২০১৯ সালের প্রথম ৬ মাসে দেশে ৪৮ লাখ ৫১ হাজার ইন্টারনেট সংযোগ বাড়ে। আর বছরের শেষার্ধে তা বেড়ে ৩২ লাখ ২৯ হাজার হয়েছে।

সিম বিক্রির ক্ষেত্রেও দেখা যায় একই অবস্থা। প্রথম ৬ মাসে যেখানে ৪৭ লাখ ৮৩ হাজার সিম বিক্রি হয়েছে, সেখানে পরের ৬ মাসে ৩৮ লাখ। পরের ৬ মাসের এই ধাক্কার কারণেই দেশের টেলিকম খাতের বিকাশ কিছুটা ধীর হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, গ্রাহক ও আয় বিচারে শীর্ষ দুই অপারেটর বছরের শেষার্ধের পুরোটাই নানা ধরনের বাধ্যবাধকতার মধ্যে পড়ে। অডিট বিষয়ক পাওনার কারণে তারা নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধের মধ্যে পড়ে। এ কারণে নতুন সংযোগ বিক্রি ও কার্যকর ইন্টারনেট সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে।

গত বছর সবমিলিয়ে দেশে ৮০ লাখ ৮০ হাজার ইন্টারনেট সংযোগ বেড়েছে এবং ৮৫ লাখ ৮৩ হাজার নতুন সিম বিক্রি হয়েছে। যদিও ২০১৮ সালে এই সংখ্যা আরও বড় ছিল।

বিটিআরসির হিসাব অনুযায়ী, ২০১৮ সালে ১ কোটি ৮ লাখ ৬৫ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছিল। অথচ গত এক বছরে তা এক তৃতীয়াংশে নেমে এসেছে। ২০১৮ সালে মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্কে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার কার্যকর সিম যুক্ত হয়, যা ২০১৯ সালে মাত্র ৮৫ লাখ ৮৩ হাজারে দাঁড়ায়। অর্থাৎ কার্যকর মোবাইল সংযোগের ক্ষেত্রে কমে যাওয়ার সংখ্যাটাই বেশি।

আরও পড়ুন : যেভাবে গুগল ম্যাপ ব্যবহার করে পার্কিং খুঁজবেন

বিটিআরসির ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, গ্রামীণফোন ৭ কোটি ৬৪ লাখ ৬২ হাজার, রবি ৪ কোটি ৯০ লাখ ৪ হাজার, বাংলালিংক ৩ কোটি ৫২ লাখ ৩৯ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক ৪৮ লাখ ৬৮ হাজার কার্যকর সংযোগ নিয়ে বছর শেষ করেছে। এছাড়া বছর শেষে দেশে ৯ কোটি ৯৪ লাখ ২৮ হাজার ইন্টারনেট সংযোগ আছে যেখানে ৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত আছেন।

এ দিকে বছর শেষে দেশের ব্রডব্র্যান্ড সংযোগ ৫৭ লাখ ৪২ হাজার দাঁড়িয়েছে এবং কোনোমতে টিকে থাকা ওয়াইম্যাক্স মাত্র ৫ হাজার সংযোগ নিয়ে টিকে আছে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড