• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজস্ব প্রসেসরই ভরসা স্যামসাং-হুয়াওয়ের

  প্রযুক্তি ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৪:৪৭
প্রসেসর_অধিকার নিউজ
ছবি : হুয়াওয়ের কিরিন ও স্যামসাংয়ের এক্সিনস প্রসেসর

স্যামসাং ও হুয়াওয়ে থার্ড পার্টি সাপ্লাইয়াদের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিচ্ছে। গত বছরের তুলনায় কোম্পানি দুইটি ৩০ শতাংশেরও বেশি নিজস্ব প্রসেসরের ব্যবহার বাড়িয়েছে।

এ বিষয়ে আইএইচএস মার্কিটের স্মার্টফোন বিভাগের সিনিয়র অ্যানালিস্ট গ্যারিট শিম্যান জানিয়েছেন, স্যামসাং ও হুয়াওয়ে থার্ড পার্টি সাপ্লাইয়ারের ওপর নির্ভর না করে নিজেরাই বিকল্প তৈরি করে নিচ্ছে। এতে কোয়ালকমের মার্কেট শেয়ার ১৬ শতাংশ কমেছে।

সকল রেঞ্জের ফোন মিলিয়ে এক্সিনসের ব্যবহার ছিল ৭৫ দশমিক ৪ শতাংশ। ২০১৮ সালে ৬৪ শতাংশ ফোনে এক্সিনস প্রসেসর ছিল। আর ৩য় প্রান্তিকে প্রসেসরটি স্যামসাংয়ের ৮০ শতাংশ ফোনে আছে।

গত বছর হুয়াওয়ের ফোনে কিরিন প্রসেসর ছিল ৭৪ দশমিক ৬ শতাংশ। ২০১৮ সালের একই প্রান্তিকে এই হার ছিল ৬৮ দশমিক ৭ শতাংশ। বিগত বছরগুলোতে কিরিন প্রসেসর শুধু ফ্ল্যাগশিপ ফোনেই ছিল। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এখন প্রায় সব রেঞ্জের ফোনেই কিরিন প্রসেসরের ব্যবহার বেড়েছে।

প্রসেসরের বাজারে ৩য় প্রান্তিকে ৩১ শতাংশ কোয়ালকম, ২১ শতাংশ মিডিয়াটেক, ১৬ শতাংশ স্যামসাং ও ১৪ শতাংশ হুয়াওয়ের দখলে ছিল।

বর্তমানে শাওমি, ভিভো ও অপো থার্ড পার্টি প্রসেসর নির্মাতা কোম্পানি মিডিয়াটেক ও কোয়ালকমের ক্রেতা।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড