• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের বাজারে ‘বেঙ্গল’ ফোনের যাত্রা শুরু

  নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি ২০২০, ০৪:১৮
মোবাইল
নতুন মোবাইল ফোনের উদ্বোধনকালে বেঙ্গল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা (ছবি : সংগৃহীত)

বছরের শুরুতেই বেঙ্গল গ্রুপ বাজারে আনল ‘বেঙ্গল’ ব্র্যান্ডের নতুন মোবাইল ফোন।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্কয়ারে বিভিন্ন মডেলের ছয়টি মোবাইল ফোনের উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।

সুলভ মূল্যের এই ফোনগুলোর ব্যাটারি উচ্চ ক্ষমতাসম্পন্ন হওয়ায় ব্যবহারকারীকে এর চার্জ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। উচ্চ ক্ষমতার ব্যাটারির সঙ্গে ফোনগুলোতে আরও আছে শক্তিশালী টর্চ লাইট। পাশাপাশি এর স্পিকার ও সাউন্ড কোয়ালিটিও উচ্চমানের।

নতুন এই ফোনগুলোর মধ্যে দুইটি মডেলে ব্যবহারকারীরা দুইয়েরও অধিক সিমকার্ড চালাতে পারবেন। পাশাপাশি সবগুলো সিমকার্ড একই সঙ্গে কার্যকর থাকবে। বর্তমানে সারা দেশেই মোবাইলগুলো পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে বেঙ্গল ফোনের জেনারেল ম্যানেজার (অপারেশন) প্রকৌশলী নাহিদুল ইসলাম দৈনিক অধিকারকে জানান, ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করেই বেঙ্গল গ্রুপের মোবাইল ফোনগুলো বাজারে আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় শীঘ্রই দেশের নিজস্ব কারখানায় এই মোবাইল ফোনের উৎপাদন শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বেঙ্গল মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির বাবলু, জেনারেল ম্যানেজার (অপারেশন) প্রকৌশলী নাহিদুল ইসলাম, এ জি এম (মার্কেটিং) কামরুল ইসলাম, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানসহ বেঙ্গল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড