• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজ্ঞান ও ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুনের ক্ষতি

  মুনীরুল ইসলাম ইবনু যাকির

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২
masterbation_odhikar
ছবি : প্রতীকী

হস্তমৈথুন, মাস্টারবেশন বা স্বমেহন বর্তমানে একটি বড় সমস্যা। ইসলামের দৃষ্টিতে এটা হারাম এবং কবিরা গুনাহ। শরিয়ত অনুযায়ী যারা হস্তমৈথুন করে তারা সীমালঙ্ঘনকারী। হস্তমৈথুনের কারণে ব্যক্তি দু’ধরনের সমস্যায় পতিত হয়। ১) মানসিক সমস্যা, ২) শারীরিক সমস্যা। পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যে সব সমস্যায় ভুগতে পারে তারমধ্যে একটি হল নপুংসকতা অর্থাৎ ব্যক্তি যৌন সংগম স্থাপন করতে অক্ষম হয়ে যায়। আরেকটি সমস্যা হল অকাল বীর্যপাত। অর্থাৎ খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে। ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়। বৈবাহিক সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। আরও একটি সমস্যা হল, বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়। তখন বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ২০ মিলিয়নের কম। যার ফলে সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দেয়। একজন পুরুষ যখন স্ত্রী গমন করেন তখন তার থেকে যে বীর্য নিঃসরণ হয় তাতে শুক্রাণুর সংখ্যা হয় ৪২ কোটির মত। চিকিৎসাবিজ্ঞান মতে, কোন পুরুষের থেকে যদি ২০ কোটির কম শুক্রাণু নিঃসরণ হয় তাহলে সে পুরুষ থেকে কোন সন্তান হয় না। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়।

আর শরীরের অন্যান্য যেসব ক্ষতি হয় তার মধ্যে রয়েছে, পুরো শরীর দুর্বল হয়ে যাওয়া, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া, যার ফলে শরীর রোগ-বালাইয়ের যাদুঘরে পরিণত হয়ে যায়। দৃষ্টিশক্তি কমে যাওয়া, স্মরণ শক্তি কমে যাওয়া, সবসময় মাথাব্যথা থাকা, লিঙ্গে অস্বাভাবিক পরিবর্তন ইত্যাদি।

ইউরোপীয় দেশগুলো বয়সন্ধিকালীন ছেলে-মেয়েদের হস্তমৈথুন করার জন্য উৎসাহ প্রদান করা হয়ে থাকে। হস্তমৈথুনকে তারা একটি ভালো অভ্যাস বলে প্রচার করছে। কারণ কী? আসলে কারণটা হল ব্যবসায়িক স্বার্থ। হস্তমৈথুনের সাথে পর্নোগ্রাফির খুব ঘনিষ্ঠ সম্পর্ক। জুতার সাথে মোজার, চায়ের সাথে বিস্কুটের, কাগজের সাথে কলমের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক হস্তমৈথুনের সাথে পর্নোগ্রাফিরও সেরকম সম্পর্ক। পর্নোগ্রাফির ব্যবসা হল কোটি কোটি টাকার ব্যবসা। পশ্চিমারা যদি হস্তমৈথুনের অপকারিতা মানুষের কাছে তুলে ধরে তাহলে তাদের কোটি কোটি টাকার ব্যবসার ক্ষতি হবে। কারণ তখন হস্তমৈথুনের হার কমে যাবে। ফলে পর্নোসিডি, ম্যাগাজিনের বিক্রি ব্যাপকভাবে কমবে। এজন্য তারা হস্তমৈথুনের কোন অপকারিতা নেই বলে অপপ্রচার চালাচ্ছে। তারা সমকামিতা বৈধ করেছে। সমকামিতার মত হস্তমৈথুনের অপকারিতাকেও তারা এড়িয়ে চলছে।

খৃস্টধর্ম এ ব্যাপারে নিরবতা অবলম্বন করলেও হিন্দু ধর্মে হস্তমৈথুন নিষিদ্ধ নয়। বরং কামসূত্র বইয়ে হস্তমৈথুনের বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুন নিষিদ্ধ ও গুনাহের কাজ। আল্লাহ তায়ালা বলেছেন,

‘মুমিনরা সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাযে বিনয়-নম্র; যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত, যারা যাকাত প্রদান করে থাকে এবং যারা নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ছাড়া অন্যদের থেকে যৌনাঙ্গকে সংযত রাখে। এরপরও কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। [সুরা মুমিনুন, ২৩ : ৭]

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস (জিহ্বার) এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস (যৌনাঙ্গের) নিশ্চয়তা (সঠিক ব্যবহারের) দেবে আমি তার জান্নাতের নিশ্চয়তা দিব।’ [বুখারি, আসসাহিহ : ৬৪৭৪]

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘হে যুবকেরা! তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কারণ, এর দ্বারা চোখ ও লজ্জাস্থানের হিফাজত হবে। আর যে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে যেন সিয়াম বা রোযা রাখে। কারণ, সিয়াম তার কুপ্রবৃত্তিকে দমন করবে।’ [বুখারি, আসসাহিহ : ৫০৬৬]

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড