• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফজরের নামাজের আটটি লাভ

  ধর্ম ও জীবন ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, ১৬:১৫
Fajr
ছবি : প্রতীকী

প্রথম লাভ ফজরের নামাজে দাঁড়ানো, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি জামাতের সাথে ইশার নামায আদায় করলো, সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। [সহিহ মুসলিম]

দ্বিতীয় লাভ সে দিনের পুরোটা আল্লাহর জিম্মায় থাকার দুর্লভ সৌভাগ্য। ফজরের নামাজ পড়লেই শুধু এ ঈর্ষণীয় সৌভাগ্য লাভ করা যাবে। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে সারাদিন আল্লাহর জিম্মায় থাকবে। [সহিহ মুসলিম]

তৃতীয় লাভ ফজরের নামাজ কিয়ামতের দিন নুর হয়ে দেখা দিবে। হাদিসে এসেছে, ‘যারা রাতের আঁধারে মসজিদের দিকে হেঁটে যায়, তাদের কিয়ামতের দিন পরিপূর্ণ ‘নূর’ প্রাপ্তির সুসংবাদ দাও।’ [সুনানু আবি দাউদ]

চতুর্থ লাভ সরাসরি জান্নাত প্রাপ্তি। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি দুই শীতল (নামাজ) পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। আর দুই শীতল (নামাজ) হলো ফজর ও আসর। সহিহ বুখারি]

পঞ্চম লাভ রিযিকে বরকত আসবে। আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন, ‘সকাল বেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়। কেননা তখন রিজিক বণ্টন করা হয়।’

ষষ্ঠ লাভ ফজরের নামাজ পড়লে, দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। হাদিসে এসেছে, ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। [সুনানুত তিরিমিযি]

সপ্তম লাভ সরাসরি আল্লাহর দরবারে আপনার নাম আলোচিত হবে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফিরিশতারা আসে। তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা ওপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফিরিশতাদের প্রশ্ন করেন, ‘আমার বান্দাদের কেমন রেখে এলে?’ তারা জবাব দেন, ‘আমরা তাদের নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম, তখনও তারা নামাজরত ছিল।’ [সহিহ বুখারি]

অষ্টম লাভ ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে, পুরো দিনের কার্যক্রমের একটা বরকতময় সূচনা হবে। কেননা রাসুল (সা.) দুয়া করেছেন, ‘হে আল্লাহ! আমার উম্মতের জন্যে, তার সকাল বেলায় বরকত দান করুন। [সুনানুত তিরমিযি]

দিনের শুরুটা ভালো কিছু দিয়ে শুরু করা মানেই হলো, ফজরের নামাজটা পড়া। আরও ভালো হয় যদি তাহাজ্জুদ দিয়ে শুরু করা যায়।

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড