• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লজ্জা ঈমানের ভূষণ

  মুনীরুল ইসলাম ইবনু যাকির

০৪ জুলাই ২০১৯, ১৫:৫৪
আল কোরআন
ছবি : প্রতীকী

লজ্জাশীলতা মানবচরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। লজ্জা মানবচরিত্রকে উন্নত ও বৈশিষ্ট্যময় করে। এটি এমন একটি স্বভাবজাত গুণ, যা দ্বারা বহুবিধ নৈতিক গুণের বিস্তৃতি ঘটে। এর দ্বারা চরিত্রের নির্মলতার বিকাশ সাধিত হয় এবং সব ধরনের পঙ্কিলতা থেকে মুক্ত থাকা যায়।

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘লজ্জা ও ঈমানকে পারস্পরিক সঙ্গী করা হয়েছে। এর কোনো একটিকে যদি উঠিয়ে নেওয়া হয়, অন্যটিকেও উঠিয়ে নেওয়া হয়।’ [বাইহাকি, শুয়াবুল ঈমান : ৭৮৮৩]

আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) লজ্জাকে ঈমানের শাখা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘ঈমানের সত্তরটিরও অধিক শাখা রয়েছে, আর লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা।’ [বুখারি, আসসাহিহ : ৯]

আল্লাহ রব্বুল আলামিন নিজেও অতুলনীয় লজ্জার গুণে গুণান্বিত। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই তোমাদের রব লজ্জাশীল ও দয়াময়। তিনি লজ্জাবোধ করেন যে, বান্দা তার কাছে হাত ওঠাবে আর তিনি তা খালি ফিরিয়ে দেবেন।’ [ইবনু মাজাহ, আসসুনান : ৫৩৭৫, আবু দাউদ, আসসুনান : ২০০২]

লজ্জা এমন একটি গুণ, যার দ্বারা পার্থিব-অপার্থিব উভয়বিধ কল্যাণ লাভ করা যায়। যেমন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘লজ্জাশীলতা কল্যাণ ও মঙ্গল বয়ে আনে।’ [বুখারি, আসসাহিহ]

লজ্জা কী?

লজ্জার প্রতিশব্দ হিসেবে ইংরেজিতে মডেস্টি অথবা ইনহাইবিশন (শালীনতা, সংযম, আত্মপ্রতিরোধ ) ব্যবহার হয়। আসলে মানুষ কোনো অন্যায় কাজ করতে গেলে যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে, লোকে দেখে ফেলার ভয় জাগে, এটা লজ্জাশীলতারই লক্ষণ। লজ্জা এভাবেই মানুষকে সব ধরনের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখে।

কিন্তু লজ্জাহীন মানুষ নির্বিঘ্নে সব মন্দ কাজ করতে পারে। কোনো কিছুই তাকে মন্দ কাজ থেকে নিবৃত করতে পারে না। তাইতো রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন তোমার লজ্জা না থাকবে, তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারো।’ [বুখারি, আসসাহিহ : ৬১২০]

লজ্জাহীনতা সামাজিক বিপর্যয়ের কারণ-

লজ্জাহীনতা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। পারিবারিক শান্তি বিনষ্ট করে। সামাজিক শৃঙ্খলা নস্যাৎ করে। এভাবে জাতীয় জীবনে নেমে আসে আসমানি গজব। দুঃখজনক ব্যাপার হলো, আজ আমাদের চারপাশের পরিবেশ লজ্জাহীনতায় ছেয়ে গেছে। আর এ অবস্থা এভাবে চলতে থাকলে বিপদ অবশ্যম্ভাবী। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো সম্প্রদায় যদি প্রকাশ্যে নির্লজ্জ কর্মকাণ্ড করতে থাকে তখন তারা এমন সব মহামারিতে আক্রান্ত হবে, যা তাদের পূর্বের লোকদের মধ্যে ছিল না।’ [ইবনু মাজাহ, আসসুনান : ৪০১৯]

ওডি/এনএম

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড