• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রমজানে সহায়ক তিন অ্যাপ

  প্রযুক্তি ডেস্ক

০৭ মে ২০১৯, ১৪:৫৩
রমজানের অ্যাপস

আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় ইবাদতের মাস এই রমজান। অন্যান্য সকল মাসের চেয়ে এই মাসটি অনেক বেশি ফযীলতপূর্ণ। এই মাসে মুসল্লিদের জন্য সহায়ক হতে পারে এমন কিছু অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে। এই অ্যাপগুলোর সাহায্যে জানা যাবে দেশের বিভিন্ন জেলাভিত্তিক সেহরি, ইফতারের সময়। পাওয়া যাবে রোজা রাখার নিয়তসহ বেশ কিছু দোয়া।

রোজার মাসে মুসল্লিদের জন্য সহায়ক অ্যাপ:

রমজান ক্যালেন্ডার ২০১৯

এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলার সেহরি ও ইফতারের সময়সূচি জানা যাবে। এছাড়াও প্রতিদিনের সেহরির শেষ সময় ও ইফতারের সময়সূচি অ্যালার্ম আকারে পাওয়া যাবে। অ্যাপে আরও আছে রমজান সম্পর্কিত বিভিন্ন দোয়া, হাদিস ইত্যাদি।

এই অ্যাপটির উদ্দেশ্য শুধুমাত্র রমজানের সময়সূচি সহজ ভাবে প্রদর্শন করা। অ্যাপটির সাইজ ৯ দশমিক ৫ মেগাবাইট।

গুগল প্লে স্টোরে 'রমজান ক্যালেন্ডার ২০১৯' অ্যাপ নামানোর ঠিকানা: রমজান ক্যালেন্ডার ২০১৯

মাহে রমজান ২০১৯

১৪৪০ হিজরি সালের রমজান মাসের সেহরি ও ইফতার সময়সূচি পাওয়া যাবে এই অ্যাপে। সঙ্গে আছে সেহরি ও ইফতারের আগে নোটিফিকেশন সুবিধা। রোজার নিয়ত এবং ইফতারের দোয়া, তাসবিহ এবং আল্লাহর ৯৯টি নামও পাওয়া যাবে এতে।

৮.৯ মেগাবাইট সাইজের ৪.৯ রেটিংপ্রাপ্ত অ্যাপটি তৈরি করেছে ড্রয়েডঅ্যাপবিডি।

গুগল প্লে স্টোরে 'মাহে রমজান ২০১৯' অ্যাপ নামানোর ঠিকানা: মাহে রমজান ২০১৯

মাহে রমজান সময়সূচি ২০১৯

এই অ্যাপে পাওয়া যাবে জেলাভিত্তিক ইফতার ও সেহরির সময়সূচি। এছাড়াও এতে আছে ইফতারের দোয়া ও রোজার নিয়ত। অ্যাপে মিলবে ইফতারের সুন্নত আমলসমূহ জানারও। রোজা ভঙ্গের ও মাকরুহ হওয়ার কারণসমূহের বর্ণনাও আছে অ্যাপে।

কোনো কারণে সময়সূচী পরিবর্তন হলে অ্যাপে সরাসরি পরিবর্তিত হয়ে যাবে। প্লে-স্টোরে ৪ দশমিক ৭ রেটিংপ্রাপ্ত অ্যাপটির সাইজ ২ দশমিক ৭ মেগাবাইট। অ্যাপটি তৈরি করেছে বিডিঅ্যাপ স্টোর নামের একটি প্রতিষ্ঠান।

গুগল প্লে স্টোরে 'মাহে রমজান সময়সূচি ২০১৯' অ্যাপ নামানোর ঠিকানা: মাহে রমজান সময়সূচি ২০১৯

ওডি/এএন

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড