• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজানে অদ্ভুত পরিবর্তন এনেছে কুয়েত!

  ধর্ম ও জীবন ডেস্ক

১৮ মার্চ ২০২০, ১৩:৩২
ইসলাম
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বিশ্বজুড়ে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। কোথাও শহর বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার কোথাও মার্কেট বন্ধ রাখা হচ্ছে। মুসলিম বিশ্বের কয়েকটি দেশে জুমার নামাজ বন্ধ রয়েছে। এরই মধ্যে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে— মসজিদে শুধু আজান হবে; নামাজ পড়তে হবে বাসায়।

কুয়েত সরকারের এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আজানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে শোনা যায়, আজানে ‘হাইয়া আলাস সলাহ’ (নামাজে জন্য আসো) এর পরিবর্তে মুয়াজ্জিন সাহেব বলছেন ‘আস সলাতু ফি বুয়ুতিকুম’ অর্থাৎ নামাজ বাড়িতে (পড়ুন)।

তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, নামাজ পড়তে মসজিদগুলোতে যাতে কেউ না যান সেজন্য আজানের মধ্যে অপরিচিত এ শব্দ প্রচার করা হচ্ছে। মুয়াজ্জিনরা আজানের মধ্যে ‘আস সলাতু ফি বুয়ুতিকুম’ বলার পর যথারীতি ‘আল্লাহ আকবর, আল্লাহ আকবর’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে আজান শেষ করছেন। কোনো কোনো মসজিদে আজানের শুরু বা শেষে বিষয়টি আলাদাভাবে বলে দেওয়া হচ্ছে। আবার অনেক মসজিদে ‘হাইয়া আলাস সলাহ’র পরিবর্তে ‘আস সলাতু ফি বুয়ুতিকুম’ কথাটি বলা হচ্ছে।

যদিও কুয়েতসহ বিভিন্ন দেশে অনির্দিষ্ট সময়ের জন্য জুমার নামাজ এবং জামাতে নামাজ আদায় স্থগিত করে দেওয়ার বিষয়টিকে সৌদি আরবের শীর্ষ আলেমগণ সঠিক মনে করেননি।

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড