• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেশকে আরও সমৃদ্ধ করবে

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি:

২২ অক্টোবর ২০১৯, ১২:২৮
মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভা। (ছবি : দৈনিক অধিকার)

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি দেশকে আরও সমৃদ্ধ করবে। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত আসন্ন ৩য় বার্ষিকী সম্মেলন প্রস্তুতি সভায় বক্তারা এ কথা বলেন।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুলের উপস্থাপনায় সভাপতি বি এম বাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘দেশকে দুর্নীতিমুক্ত করতে সরকার কতটা বদ্ধপরিকর তা বর্তমানের দুর্নীতিবিরোধী অভিযান থেকে বুঝা যায়। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছে একমাত্র আওয়ামী লীগ, বাকিরা দেশকে কেবল গিলে খেয়েছে।’

মালয়েশিয়া আওয়ামী লীগের মধ্যে বর্তমানে যে বিভাজন রয়েছে তা থেকে সরে সবাই এক হয়ে ঐক্যের মাধ্যমে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহবান জানিয়েছেন বক্তারা।

আলোচনা সভায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর (২) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল তার বক্তব্যে বলেন, ‘২০১৬ ও ২০১৭ সালে আসা বাংলাদেশি কর্মীদের চাকরি না পাওয়ার হার ছিল শূন্যের কোটায় যা এর আগে ২০০৫ ও ২০০৬ সালে ছিল প্রায় ৭০ শতাংশ। ওই সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে খরচও অনেক কম হয়েছে। যা বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারে সমন্বয়ে হাইকমিশনের আন্তরিক চেষ্টার ফলে সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, পাসপোর্ট বিভাগের জন্য আলাদা ভবন নেওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানালে তিনি সঙ্গে সঙ্গে তা বাস্তবায়নের অনুমতি দিয়েছিলেন। এর ফলে হাইকমিশন প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে পারছে।’

হেদায়েতুল ইসলাম মণ্ডল এও বলেন, ‘মালয়েশিয়া প্রবাসীদের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দেওয়ার কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে। এ ব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কাজ করছি। কমিউনিটির নেতৃবৃন্দের সহযোগিতা পেলে প্রবাসীদের সকল সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে হাইকমিশন, তাই সবার সহযোগিতা কামনা করি আমরা।’

সভায় বক্তব্য রাখেন- মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মা. আ. লীগের সহসভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সোহেল বিন রানা, মামুন, মনির দেওয়ান, আল আমিন, রেজাউল হক লায়ন, মালয়েশিয়া শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার, মা. স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর, নিপু বিশ্বাস ও আবুল কাসেম শাহিন।

আরও পড়ুন :- মালয়েশিয়ায় অভিবাসীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ। এছাড়া স্বেচ্ছাসেবক লীগসহ মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড