• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্পেনে মানবসেবায় সম্মাননা পেলেন ১৭ বাংলাদেশি

  কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২০, ১৫:৫৪
স্পেনে মানবসেবায় সম্মাননা পেলেন ১৭ বাংলাদেশি
মানবসেবায় সম্মাননা প্রাপ্ত বাংলাদেশিরা (ছবি : দৈনিক অধিকার)

স্পেনের রাজধানী মাদ্রিদে মহামারি করোনা ভাইরাসের মধ্যে সঙ্কটাপন্ন অসহায় প্রবাসীদের সহযোগিতায় স্বেচ্ছায় খাদ্য সামগ্রী বিতরণ, দুভাষীসহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন একদল বাংলাদেশি। মূলত এ কাজের জন্য বিশেষ সম্মাননা পেলেন ১৭ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন প্রবাসী।

গত বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্ম ইন্টারন্যাশনাল কর্তৃক মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রেইনা সুফিয়া মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রেইনা সুফিয়ার ডিরেক্টর আনা লঙ্গোনী তাদের হাতে এই সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েছ, রেড সোলিদারীদাদ এবং বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেড ইন্টার লাভাপিয়েছ সভাপতি পেপা ট্ররেস, মাইতে, লেও, এলেনা, মেরসেডেস, রেড সোলিদারীদাদের নিনেস, পামপা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : তুরস্ক বললেই কেবল আর্মেনিয়ায় আক্রমণ বন্ধ করবে আজারবাইজান

এবার সম্মাননা প্রাপ্ত বাংলাদেশিরা হচ্ছেন- মোহাম্মদ ফজলে এলাহি, আফরোজা রহমান, মানিক বেপারী, নাসিরুল ওয়াহাব অপু, নিশাত তানজিন, জুয়েল হাসান, মুজিবুর রহমান, শামীমা আক্তার, আসিফ সরকার, সাবীমা আক্তার, জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, নজরুল ইসলাম, লিয়া দেওয়ান, সেলিম আলম, খালিদ আহমেদ, শিপন আহমেদ রাহি।

আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করলেই প্রাণ যাবে সৌদি যুবরাজের!

উল্লেখ্য, স্পেনে বাংলাদেশি প্রবাসীদের ৩১ বছরের ইতিহাসে এই প্রথম এক সঙ্গে ১৭ জন বাংলাদেশি এ রকম জাতীয় পর্যায়ের সম্মাননায় ভূষিত হলেন।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড