• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ায় চালু হচ্ছে বাংলাদেশিদের শ্রমবাজার

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি:

০৬ নভেম্বর ২০১৯, ১৫:৫৪
বাংলাদেশ ও মালয়েশিয়ার বৈঠক
মালয়েশিয়া ও বাংলাদেশি প্রতিনিধি দলের বৈঠক (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর বিষয়ে দুদেশের মধ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে উভয় দেশ মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে। এ নিয়ে বিস্তর আলোচনা করতে আগামী ১৯ কিংবা ২০ নভেম্বর ঢাকায় আসছে দেশটির একটি প্রতিনিধিদল।

চলতি বছরের ডিসেম্বরেই দেশটিতে কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ। বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় দুই দেশের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তাছাড়া মালয়েশিয়ার পক্ষে ছিলেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান।

এবার প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে রয়েছেন সচিব সেলিম রেজা, অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, যুগ্ম সচিব ফজলুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আজিজুর রহমান এবং বিএমইটির পরিচালক নুরুল ইসলাম।

তাছাড়া কুয়ালালামপুর থেকে প্রতিনিধিদলে যোগ দিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম এবং কনস্যুলার (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম।

রুদ্ধদ্বার সেই বৈঠকে শ্রমবাজার চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা যায়, এতে শ্রমবাজার চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে আগামী ডিসেম্বরেই যাতে বাংলাদেশ কর্মী পাঠাতে পারে, তা নিশ্চিত করতে আগামী ১১ নভেম্বর মালয়েশিয়ার নিয়োগদাতাদের সঙ্গে বৈঠক করবেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান।

আরও পড়ুন :- ফের আলোচনায় মালয়েশিয়ার শ্রমবাজার

জানা গেছে, এবারের বৈঠকে কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। গেল বছরের ১ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনলাইন পদ্ধতি এসপিপিএ।

ওডি/কেএইচআর

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড