• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোদীকে যুবলীগ চেয়ারম্যানের অভিনন্দন

  অধিকার ডেস্ক    ২৪ মে ২০১৯, ০৫:০২

ভারতের প্রধানমন্ত্রী ও যুবলীগ চেয়ারম্যান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। (ছবি : সম্পাদিত)

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি জোট টানা দ্বিতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে। যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে উষ্ণতার সূচনা হয়েছিল তা এবারের বিজয়ের ফলে আবারও নতুন মাত্রা পাবে।’

ওমর ফারুক চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ‘দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন। বিশেষ করে উপমহাদেশের তরুণদের উন্নয়নের জন্য তিনি বাস্তবানুগ পদক্ষেপ এবং কর্মসূচী গ্রহণ করবেন।’

যুবলীগ এই চেয়ারম্যান এও বলেছেন, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উন্নয়নের গণতন্ত্রের প্রবর্তক। উন্নয়ন এবং উন্নয়নের গণতন্ত্রের মাধ্যমেই একটা দেশকে এগিয়ে নেওয়া যায়। নরেন্দ্র মোদী এই উন্নয়নের গণতন্ত্রের অন্যতম ধারক। তিনি (প্রধানমন্ত্রী মোদী) তার একাধিক বক্তৃতায় বলেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্রের চেতনাকে তিনি লালন করেন।’

তিনি আরও বলেন, ‘ভারতে যে এবার নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি জোটের বিজয় হয়েছে সেটা উন্নয়নের গণতন্ত্রের নীতি-কৌশলের কারণেই সম্ভব হয়েছে।’

আরও পড়ুন :- টানা জয়ে মোদী সরকারকে বিশ্বনেতাদের শুভেচ্ছা

ওমর ফারুক চৌধুরী এও বলেছিলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেমন এই অঞ্চলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিরসনের জন্য যুবক-তরুণদের মেধা-মননের বিকাশের জন্য কাজ করছেন, ঠিক তেমনি নরেন্দ্র মোদীও যুবক তরুণদের উৎকর্ষতা সাধনের জন্য কাজ করে যাবেন। একই সঙ্গে তিনি এই উপমহাদেশকে একটি শান্তির অঞ্চল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড