• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেশাজীবীদের সঙ্গে বৈঠক করল বিএনপি

  নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২০, ০৯:২২
বিএনপি
ছবি : সংগৃহীত

নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনে বিভিন্ন কলা-কৌশল নিয়ে জাতীয়তাবাদী পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন।

রবিবার (১২ জানুয়ারি) বিকালে রাজধানীর ধানমন্ডিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে পেশাজীবীদের অংশগ্রহণের ব্যাপারে আলোচনা এবং পেশাজীবীদের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনে বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা হয়। তাছাড়া কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমেদ, প্রফেসর সাদরুল আমিন, প্রফেসর ইউসুফ হায়দার, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ, মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাবের সভাপতি ড. হারুনুর রশীদ, জিয়া ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হালিম ডোনার, ডিপ্লোমা নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাহানারা সিদ্দিকী, বিএফইউর সভাপতি রুহুল আমিন গাজী, মাহাসচির এম আবদুল্লা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সহিদুল ইসলাম, মহাসচিব কাদের গণি চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন : ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব : ইশরাক

এছাড়া উপস্থিত ছিলেন—জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম, আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মুজতাহিদুর রহমানসহ প্রায় ৫০ জন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড