• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরাপদ ঢাকা গড়ার প্রতিশ্রুতি তাপসের

  নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি ২০২০, ০৮:৪৭
শেখ ফজলে নূর তাপস
ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (ছবি : সংগৃহীত)

মা-বোনরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সেই ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘আজকে যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনো বোন ধর্ষণের শিকার হয়, আমাদের হৃদয়ে তখন রক্তক্ষরণ হয়। এই ঢাকা শহরে যাতে আমাদের মা-বোনেরা, খালা-চাচিরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, কর্মসংস্থানে যেতে পারে, আমরা সেই ঢাকা গড়ে তুলব।’

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের বশির মিলনায়তনে আওয়ামী যুবলীগের এক সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সময় হয়েছে ঘুরে দাঁড়াবার, নতুন পথে যাত্রা শুরু করার উল্লেখ করে ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকার উন্নয়নের জন্য এখন দরকার সঠিক নেতৃত্ব দিয়ে দায়িত্ব নিয়ে কাজ করা। ডিএসসিসি নির্বাচনের সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। অনেকসময় পেরিয়ে গেছে, অনেক অবহেলা, গাফিলতিতে আজকে ঢাকা অপরিকল্পিত নগরী হয়ে গেছে।’

ঢাকা দূষণে আক্রান্ত নগরী হয়ে গেছে বলে মন্তব্য করে ডিএসসিসির এ মেয়র প্রার্থী বলেন, ‘ঢাকাকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে। ঢাকাকে আমরা মরতে দিতে পারি না। ঢাকাকে পুনরুজ্জীবিত করতে হবে। উন্নয়ন ঢাকা বিনির্মাণ করতে হবে।’

মেয়র নির্বাচিত হলে কী করবেন সেই পরিকল্পনার কথা তুলে ধরেন ব্যারিস্টার তাপস। তিনি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা ৫ ভাগে ভাগ করেছি। প্রথমত আমাদের ঐতিহ্যের ঢাকা। ঢাকার ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করব, সংরক্ষণ করব। ঢাকার ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরব, পরিস্ফুটিত করব। দ্বিতীয়ত আমাদের সুন্দর ঢাকাকে আমরা বায়ু দূষণমুক্ত করব। সৌন্দর্য বর্ধন করব।’

পরিকল্পনার বিষয়ে তিনি আরও বলেন, ‘ঢাকার প্রতিটি ওয়ার্ডে আমরা আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করব। আমাদের মা-বোন ও এলাকার মুরব্বিদের জন্য হাঁটার ব্যবস্থা করব। তৃতীয়ত, আমাদের ঢাকা সচল করতে পরিবহন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করা হবে। চতুর্থত হবে আমাদের সুশাসিত ঢাকা। সুশাসিত ঢাকার আওতায় সকল নাগরিক তাদের মৌলিক সুবিধা দোর গোড়ায় পাবে।’

উন্নত বাংলাদেশের জন্য উন্নত রাজধানী প্রয়োজন জানিয়ে সাবেক এই এমপি বলেন, ‘পঞ্চমত আমাদের উন্নত ঢাকা হবে মহাপরিকল্পনার আওতায়। ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করে আমরা উন্নত ঢাকা গড়ে তুলব। সেখানে প্রত্যেকটি রাস্তা-ঘাটের অবকাঠামো উন্নয়নের বিষয় থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশের জন্য নিরলস কাজ করে চলছেন। তিনি আমাদের রূপকল্প দিয়েছেন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ নির্মাণের। সেই উন্নত রাজধানী গড়ার লক্ষ্যে আমি মনে করেছি যে, এই সুযোগটা কাজে লাগাতে হবে।’

আরও পড়ুন : নারী নির্যাতনে এক থেকে পাঁচের মধ্যে ঢাকার অবস্থান : ইশরাক

সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড