• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বিএনপির প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে চাপ দিচ্ছে আ. লীগ’

  নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২০, ১৫:৩৯
সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান (ছবি : সংগৃহীত)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে আমাদের কাউন্সিলর এবং নারী কাউন্সিলরদের (সংরক্ষিত আসন) মনোনয়ন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, আমাদের কাউন্সিলর প্রার্থীকে তারা তুলে নিয়ে যাচ্ছে। তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন : ডিএনএ ডাটাবেজ থাকলে সহজে আসামি ধরা যেত : নাছিমা বেগম

তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য আমরা কৃষক শ্রমিক জনতা মিলে যুদ্ধ করেছিলাম। এনেছিলাম দেশের স্বাধীনতা। রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজকে আমরা কী দেখতে পাচ্ছি, আমাদের স্বাধীন দেশে আজ গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, এমনকি গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড