• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘প্রধানমন্ত্রী আল্লাহর মেহমানদের কষ্ট সহ্য করতে পারেন না’

  অধিকার ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ১৩:০৮
শেখ মো. আব্দুল্লাহ
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজের সময় আসলে সংশ্লিষ্ট সবাইকে সুশৃঙ্খলভাবে কাজ পরিচালনার নির্দেশ দেন বলে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, তিনি আল্লাহর মেহমানদের কষ্ট সহ্য করতে পারেন না। তাদের চোখে পানি এটা কোনোভাবেই প্রধানমন্ত্রী সহ্য করবেন না। এজন্য হজ কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত দিনব্যাপী হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও গণমাধ্যমের সহযোগিতাও ছিল।

হাবের বর্তমান কমিটির প্রশংসা করে শেখ মো. আব্দুল্লাহ বলেন, অতীতে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের (হাব) কারণে হজ কার্যক্রম নষ্ট হয়েছে। তবে বর্তমান কমিটি খুব ভালোভাবেই কাজ করছে। তাদের প্রশংসা করতে হচ্ছে। ২০২০ সালের হজ কার্যক্রম যাতে আরও ভালোভাবে করা যায়, সে চেষ্টা করছি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, মুজিবুল হাসান মাইজভান্ডারি, উপ সচিব রহিমা আক্তার, হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম প্রমুখ।

২০২০ সালের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে ধর্ম মন্ত্রণালয় দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন- বিভিন্ন আলেম-ওলামা, হজ এজেন্সির প্রতিনিধিসহ হজ সম্পর্কিত দায়িত্বশীল ব্যক্তিরা।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড