• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৮ উপজেলা, ২ পৌরসভা ও ১৪ ইউপিতে ভোট আজ

  অধিকার ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ০৯:০০
নির্বাচন কমিশন ভবন
ছবি : দৈনিক অধিকার

দেশের ৮টি উপজেলা পরিষদ, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ সোমবার (১৪ অক্টোবর)। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, ৮টি উপজেলার মধ্যে ৪টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এছাড়া তিনটি ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যে দুই পৌরসভায় ভোট ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর ও ভোলা জেলার লোহমোহন পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

যে আটটি উপজেলায় ভোট চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে। আর শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।

যে ১৪টি ইউনিয়নে ভোট রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাঘা, পাকুড়িয়া ও মনিগ্রাম; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি; সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও পোরজানা; ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ও দাগনভূঁঞা; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে এদিন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, স্থানীয় সরকারের এসব নির্বাচনে সেপ্টেম্বরের ৩ তারিখে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড