• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাঁসি চাই স্লোগানে উত্তাল বুয়েট 

  নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০১৯, ১৩:০০
আবরার ফাহাদ হত্যা
আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন চলছে (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলন শুরু করেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবিগুলো আবারও উত্থাপন করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন।

এছাড়া সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারের কর্মসূচিও ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে- আবরারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, দেয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন ও বিকেলে পথনাটক।

এ দিকে আবরারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পলাশীর মোড় থেকে ঢাকা মেডিকেল কলেজ মোড় পর্যন্ত এলাকা। প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন ফেস্টুন আর প্লে-কার্ড হাতে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই!’ স্লোগানে আন্দোলন চলছে বুয়েট এলাকায়।

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড