• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঋণের টাকায় সমরাস্ত্র কিনবে বাংলাদেশ

  অধিকার ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ০০:৪৭
পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ছবি : সংগৃহীত)

ভারতের দেওয়া ঋণের টাকা দিয়ে ওই দেশ থেকেই সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারত থেকে কি ধরণের সামরিক সরঞ্জাম কেনা হবে সেটা এখনো নিশ্চিত হয় নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (২১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আবদুল মোমেন বলেন, ‘ভারত থেকে কি কি অস্ত্র কেনা হবে সশস্ত্র বাহিনী বিভাগ সেই সিদ্ধান্ত নেবে।

এর আগে ২০১৭ সালে সামরিক সরঞ্জাম কিনতে ভারতের সঙ্গে বাংলাদেশের ৫০ কোটি ডলারের ঋণ চুক্তি হয়। কিন্তু ওই অর্থ দিয়ে এখনো কোনো সামরিক সরঞ্জাম কেনা হয়নি। ভারতের দেওয়া এই ঋণ এক শতাংশ সুদে ২০ বছরে শোধ করতে হবে।

গত মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সংগঠিত এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের দেওয়া ঋণের টাকায় ভারত থেকে সামরিক সরঞ্জাম কিনতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনকে অনুরোধ জানান।

এ প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, ‘সামরিক সরঞ্জাম কেনার জন্য তারা পাঁচশ’ মিলিয়ন ডলার (৫০ কোটি ডলার) লাইন অব ক্রেডিট দিয়েছে। তারা বলছে, আপনারা এখন আমাদের সামরিক সরঞ্জাম কেনেন। ভারতে এখন অনেকগুলো ডিফেন্স কোম্পানি গড়ে উঠেছে। আমরা বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনি। অ্যামেরিকা, চীন, ইউকে, টার্কি থেকে সামরিক সরঞ্জাম কিনি। আমরা যেহেতু আগে কোনোদিন ভারত থেকে সামরিক সরঞ্জাম কিনি নি তাই এখন আমাদের লোকরা দেখছে ভারত থেকে কী ধরনের সামরিক সরঞ্জাম কেনা যায়। কী কিনব এখন তা চিহ্নিত করতে হবে, আমরা তো যেই-সেই জিনিস কিনব না।’

মন্ত্রী আরও বলেন, ‘ফিসিয়াল কমফার্মেশন নেই, আমি শুনেছি ভারত থেকে আমরা একটা সাবমেরিন কিনতে চেয়েছিলাম। কিন্তু তারা সাবমেরিন দেবে না। সম্প্রতি আমরা চীন থেকে মাল্টিপল রেঞ্জের কিছু অটোমেটিক ফায়ার আর্মস কিনেছি। তারা (ভারত) বলছে এগুলো তাদের কাছ থেকে কিনতে। আমরা বলেছি আমরা কিনতে রাজি আছি এবং তোমাদের কাছ থেকে আমরা সামরিক সরঞ্জাম কিনব। আমাদের আর্মড ফোর্সেস ডিভিশনকে জানাব, তারা জানাবে কী ধরণের সরঞ্জাম আমরা কিনতে পারি, তারাই সেই লিস্ট তৈরি করবে।’

ভারত থেকে সামরিক সরঞ্জাম কিনলে রাজনৈতিক কোন বিরোধিতা হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার তা মনে হয় না। কারণ আমরা আমাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করব। ভারত শুধু আমাদের দেশে নয়, অন্য দেশেও সামরিক সরঞ্জাম বিক্রি করে, অস্ত্র বিক্রিতে তাদের সুনাম আছে। তাদের বাস-ট্রাক বিশ্বের বিভিন্ন দেশ কেনে, আমরাও কিনি। আমাদের দেশে ভারত বিরোধী একটি মত থাকলে ভারতের ট্রাক-বাসের কেউ বিরোধিতা করে না। আমরা আগে কখনো ভারতীয় সামরিক সরঞ্জাম কিনি নি। এখন ওরা আমাদের টাকা দিয়েছে, এখন আমরা ওদের কাছ থেকে কিনব।’

সরঞ্জাম কীভাবে কেনা হবে এর ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কী কেনা হবে এখন তা চিহ্নিত করতে হবে। আমরাতো যেই-সেই জিনিস কিনব না। খুবই সতর্কতার সঙ্গে আমাদের সরঞ্জাম কিনতে হবে। ঋণের টাকা দিয়ে অপ্রয়োজনীয় কোনো কিছু যেন কিনতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। কারণ ভারতের ঋণের টাকা সুদসহ ফেরত দিতে হবে। সুতরাং আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। বাংলাদেশকে এখন অনেক দেশই টাকা দিতে চাচ্ছে। এটা খুবই ভালো খবর যে সম্পর্ক এখন টাকার মাধ্যমে আসছে। কিন্তু বাংলাদেশ সবার কাছ থেকে টাকা নিচ্ছে না। আমরা সতর্কভাবে সিদ্ধান্ত নিচ্ছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড