• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাপমাত্রা বাড়তে পারে আজ

  অধিকার ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ০৯:৩৮
তাপমাত্রা বাড়তে পারে
ফাইল ছবি

দেশের অনেক স্থানে গতকাল শুক্রবার (৯ আগস্ট) বৃষ্টিপাত হয়েছে। যে নিম্নচাপটির কারণে এই বৃষ্টিপাত হচ্ছে, সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তবে দেশে বর্ষাকালীন বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। সেই হিসাবে আজ শনিবারও (১০ আগস্ট) বৃষ্টিপাত হবে, তবে তুলনামূলকভাবে কম হতে পারে। সেজন্য দেশব্যাপী দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাত প্রবণতা বাড়তে পারে। শুক্রবার ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৭৩ মিলিমিটার। তার পরবর্তী ১২ ঘণ্টায় (শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) রাজধানীর বৃষ্টিপাত হয়েছে মাত্র ১ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায়, ১১৫ মিলিমিটার। শনিবার ঢাকায় সূর্য উঠছে ভোর ৫টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড