• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দু-একদিনের মধ্যে বৃষ্টির প্রবল সম্ভাবনা

  অধিকার ডেস্ক

১৯ জুলাই ২০১৯, ১৯:০৩
বৃষ্টিপাত
ফাইল ফটো

দেশের বিভিন্ন স্থানে আগামী দু’একদিন পর থেকে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য দিয়েছেন। সংবাদ বাসসের।

হাফিজুর রহমান বলেন, এখন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও আগামী দু’একদিন পর থেকে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কোনো কোনো স্থানে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, দিনাজপুর, পাবনা, চুয়াডাঙ্গা ও সিলেট অঞ্চলগুলোর উপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, একইসঙ্গে বিক্ষিপ্তভাবে কোনো কোনো স্থানে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড