• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টার্টআপ তৈরিতে আর্থিক সহায়তা দেবে সরকার : পলক 

  প্রযুক্তি ডেস্ক

১৮ জুলাই ২০১৯, ১৬:১৮
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (ছবি: সংগৃহীত)

২০২১ সালের মধ্যে সরকার এক হাজার স্টার্টআপ তৈরিতে অর্থ সহায়তা প্রদান করবে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, একজন উদ্যোক্তা সফল হলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে লাখো তরুণের স্বপ্ন পূরণ হয়। সরকার চায় তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হোক। স্থানীয় উদ্ভাবনের মাধ্যমে তারা প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।

সহজ ডটকমের পাঁচ বছর পূর্তি আয়োজিত অনুষ্ঠানে বুধবার (১৭ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিতে হবে। সরকার এই তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি গঠন করছে।

সহজের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। আর হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক ড. এন্ডি উ সহজের ভবিষ্যত ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বিজিএমইয়ের সভাপতি রুবানা হকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড