• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ ব্লক তুলে দিতে জয়ের নির্দেশ  

  অধিকার ডেস্ক

১৭ জুলাই ২০১৯, ১৪:০৭
সজীব ওয়াজেদ জয়
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় (ছবি: সংগৃহীত)

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ ব্লক তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে এক বৈঠকে তিনি মঙ্গলবার (১৬ জুলাই) এই সিদ্ধান্ত দেন। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হকসহ টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় জয় বিটিআরসির পাওনা আদায়ে দুই অপারেটরের ব্যান্ডউইথ ব্লকের সিদ্ধান্ত তুলে দিয়ে অন্য কোনো উপায় দেখার পরামর্শ দেন।

এর আগে সোমবার তিনি গণভবনে মোবাইল ফোন অপারেটরগুলোর সিইওদের বক্তব্য শোনেন। তারা এ সময় তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ৪ জুলাই বিটিআরসি অডিট আপত্তির পাওনা আদায়ে গ্রামীণফোনের জন্য বরাদ্দ ব্যান্ডইউথ ক্যাপাসিটি ৩০ শতাংশ এবং রবির ক্ষেত্রে ১৫ শতাংশ ব্লক করে দেয়।

বিটিআরসি গ্রামীণফোনের কাছে অডিট আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করছে।

বিটিআরসির এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে গ্রামীণফোন সংবাদ সম্মেলন করে জানায়, অমীমাংসিত অডিট পাওনা আদায়ের জন্য চাপ তৈরি করতে নিয়ন্ত্রক সংস্থা আইআইজি অপারেটরদের যে নির্দেশনা দিয়েছে তা সম্পূর্ণ বেআইনি এবং এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আদালতের শরণাপন্ন হবেন।

এ দিকে বিটিআরসির এই ব্যান্ডউইথ ব্লক করার কারণে ইন্টারনেট সেবায় সাময়িক সমস্যা হতে পারে বলে অপারেটর দুটি গ্রাহকদের এসএমএস করে জানায়।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড