• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

শনিবার দেশব্যাপী চলবে ভিটামিন 'এ' ক্যাম্পেইন

  অধিকার ডেস্ক    ২১ জুন ২০১৯, ০১:০২

ভিটামিন 'এ' ক্যাপসুল
ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে শিশুদের। (ছবি : সংগৃহীত)

সারাদেশের প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে শনিবার (২২ জুন) বিনামূল্যে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল। এতে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে পর্যায়ক্রমে খাওয়ানো হবে এই ক্যাপসুল।

বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, 'ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের প্রতিটি টিকাদান কেন্দ্র খোলা রাখা হবে। এ দিন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পর্যবেক্ষণ বা মনিটরিংয়ের জন্য দেশের সব উপজেলা, জেলাসহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আমাদের কন্ট্রোলরুম সার্বক্ষণিক খোলা থাকবে।'

এবারের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলাকালে যাতে কোনো কুচক্রী মহল কিংবা গোষ্ঠী নেতিবাচক প্রচারের মাধ্যমে কার্যক্রম ব্যাহত করতে না পারে; এ জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক এও বলেছেন, 'এবার ভিটামিন-এ ক্যাপসুলের মানের বিষয়ে আপনারা কোনো ধরণের অভিযোগ পাবেন না। এগুলো একাধিকবার ল্যাব টেস্ট করা হয়েছে। আশা করি আর কোনো সমস্যা হবে না।'

আরও পড়ুন :- অর্থ লেনদেন করলেই বাতিল হবে নিয়োগ

মন্ত্রী আরও বলেন, 'জোর করে বা কান্নারত অবস্থায় কিংবা এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এমন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এতে ছয় মাসের কম এবং পাঁচ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো যাবে না।'

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড