• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাতে শেষ হচ্ছে জাতীয় ফল মেলা

  অধিকার ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৫:৫২
ফলমেলা
ছবি : সংগৃহীত

রাজধানীতে ‘পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার’ প্রতিপাদ্যে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন)।

গত রবিবার (১৬ জুন) ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে ফলদ বৃক্ষরোপণ ও জাতীয় ফল প্রদর্শনী-২০১৯ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

১৬ থেকে ১৮ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই ফল মেলায় ৭টি সরকারি ও ৫৭টি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৬৪টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে এই মেলা। আজ মঙ্গলবার রাত ৯টার পর এ মেলার সমাপ্তি ঘটবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এবারের জাতীয় ফল মেলায় বাংলাদেশের প্রায় সব ফলই যেমন- আম, জাম, কাঠাল লিচুসহ শতাধিক প্রকার রসালো ফল প্রদর্শিত হচ্ছে। সরকারি-বেসরকারি প্রত্যেকটি স্টলে রকমারী ফল প্রদর্শিত হচ্ছে।

এছাড়া জাতীয় ফল মেলায় প্রচুর ফল বিক্রি হচ্ছে। ৬০ থেকে ৮০ টাকার মধ্যে চোষা, হাড়িভাঙা, ল্যাংড়া ও হিমসাগর আম বিক্রি হচ্ছে। ব্যানানা ম্যাংগো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৩০টাকা পর্যন্ত কেজি।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড