• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঁচ খাতে যাবে বাজেটের ৬৪ ভাগ টাকা

  অধিকার ডেস্ক

১৩ জুন ২০১৯, ২২:১৪
পরিবহন, সেনা, শিক্ষা
ফাইল ফটো

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এ বাজেটের মোট অর্থের প্রায় ৬৪ ভাগ ব্যয় হবে পাঁচটি খাতে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল তিনটার পর জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটে সবচেয়ে বড় ব্যয়ের খাত জনপ্রশাসন। এ খাতে ব্যয় হবে ১৮ দশমিক ৫ শতাংশ বা প্রায় ৯৬ হাজার ৭৯০ কোটি টাকা। এরপরই রয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাত। এতে মোট বাজেটের ১৫ দশমিক ২ শতাংশ বা প্রায় ৭৯ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয় করার কথা হয়েছে। তৃতীয় বড় খাত বিভিন্ন সুদ। সুদে ব্যয় ধরা হয়েছে শতকরা ১০ দশমিক ৯ শতাংশ বা প্রায় ৫৭ হাজার ২৮ কোটি টাকা। চতুর্থ বড় খাত পরিবহন ও যোগাযোগ। এতে ১২ দশমিক ৪ শতাংশ বা প্রায় ৬৪ হাজার ৮৭৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। পঞ্চম বড় খাত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। এ খাতে মোট বাজেটের ৭ দশমিক ২ শতাংশ বা প্রায় ৩৭ হাজার ৬৭০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

কৃষিতে ৫ দশমিক ৪ শতাংশ বা প্রায় ২৮ হাজার ২৫২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫ দশমিক ৪ শতাংশ বা প্রায় ২৮ হাজার ২৫২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। স্বাস্থ্য খাতে ৪ দশমিক ৯ শতাংশ বা প্রায় ২৫ হাজার ৬৩৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

প্রতিরক্ষা খাতে ৬ দশমিক ১ শতাংশ বা প্রায় ৩১ হাজার ৯১৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৫ দশমিক ৬ শতাংশ বা প্রায় ২৯ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। জনশৃংখলা ও নিরাপত্তা খাতে ৫ দশমিক ৩ শতাংশ বা প্রায় ২৭ হাজার ৭২৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

গৃহায়ন খাতে ১ দশমিক ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার ৮০১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে দশমিক ৯ শতাংশ বা প্রায় ৪ হাজার ৭০৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। শিল্প ও অর্থনৈতিক সার্ভিস খাতে দশমিক ৭ শতাংশ বা প্রায় ৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এছাড়াও বিবিধ ব্যয়ের জন্য দশমিক ২ শতাংশ বা এক হাজার ৪৬ কোটি টাকা ধরা হয়েছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড