• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

  অধিকার ডেস্ক    ০৯ জুন ২০১৯, ২০:৫৭

মধ্যপ্রাচ্যে ১ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। ওইদিন চাঁদ দেখা গেলে এ অঞ্চলে ১১ আগস্ট ঈদুল আজহা। আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) সম্ভাব্য এ তারিখ ঘোষণা করেছে। খবর খালিজ টাইমস।

আইএসির পরিচালক মোহাম্মদ শওকত বলেন, এবার জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে মতভেদ হবে না বলে আশা করছি। আরবের বেশিরভাগ জায়গায় মানুষ খালি চোখে ও টেলিস্কোপের সাহায্যে পরিষ্কারভাবে চাঁদ দেখতে পাবে।

সৌদি আরবে প্রতিবছর জিলহজ মাসে নতুন চাঁদ দেখার দিন ঘোষণা করা হয়। বেশিরভাগ মুসলিম দেশ এ তারিখ মেনে নিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু করে। পশ্চিম আমেরিকা ও ইউরোপের বেশিরভাগ দেশ সৌদিকে অনুসরণ করে।

চাঁদ দেখা অনুসারে বাংলাদেশসহ উপমহাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন হয়ে থাকে। সে হিসেবে এসব অঞ্চলে জিলহজের চাঁদ দেখা যেতে পারে ২ আগস্ট। এ হিসেবে ১২ আগস্ট (শুক্রবার) ঈদুল আজহা।

সূর্যাস্তের ২৮ মিনিট পর পর্যন্ত নতুন চাঁদ স্থায়ী হবে বলে জানিয়েছেন এইউএএস'র সদস্য ইবরাহিম আল জারহওয়ান।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড