• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌভাগ্যের রাতে ইবাদতে মশগুল মুসল্লিরা  

  অধিকার ডেস্ক

০২ জুন ২০১৯, ০৩:২১
নামাজ পড়ছেন মুসল্লিরা
নামাজ পড়ছেন মুসল্লিরা (ছবি : সংগৃহীত)

সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর (শবে কদর)।

শবে কদর বা লায়লাতুল কদরকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে শবে কদর হলেও ২৭ রমজানের রজনীকেই পবিত্র রজনী হিসেবে ধরা হয়।

ইবাদত-বন্দেগী মসজিদে মসজিদে নফল নামাজ, জিকির, কোরআন তেলায়তের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানগণ মাধ্যমে পবিত্র এই রজনী অতিবাহিত করছেন।

এ উপলক্ষে শনিবার দিবাগত রাতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে নানা আয়োজন করা হয়েছে। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।

এদিকে মুসুল্লিদের নিরাপত্তার কথা মাধায় রেখে, ও তাদের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নফল ইবাদতের জন্য বায়তুল মোকাররম ও এর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড