• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাজেট হবে পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি : প্রধানমন্ত্রী 

  অধিকার ডেস্ক

২৫ মে ২০১৯, ২১:২৩
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী
গণভবনে রাজনৈতিক দলেগুলোর নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ( ছবি : পিআইডি)

‘আসন্ন ২০১৯-২০ অর্থবছরের জন্য বাজেট হবে পাঁচ লক্ষ কোটি টাকার উপরে, দুই লক্ষ কোটি টাকার উপর হবে উন্নয়ন বাজেট। আগামী ১৩ জুন জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব তুলে ধরা হবে।’

শনিবার (২৫ মে) বিকালে গণভবনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, ‘এই বাংলাদেশে এক সময় অনেকেই খাবার যোগাড় করতে পারতো না। মানুষের মৌলিক চাহিদা পূরণ, সুন্দর ও অর্থবহ জীবনের জন্য জাতির পিতা এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির পিতার সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি আমরা।’

তিনি বলেন, ’দেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। প্রত্যেকেই মৌলিক অধিকার পাবে। সংবিধানের আলোকে আমরা উন্নয়ন করে যাচ্ছি।’

ক্ষমতা ভোগের বস্তু নয়, সেবা করার সুযোগ- এমন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এই বাংলাদেশে হতদরিদ্র বলে কেউ থাকবে না। ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা দারিদ্রমুক্ত করব।’

বাংলাদেশ যেন সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক-দুর্নীতিমুক্ত একটি দেশ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য দেশবাসীর কাছে দেয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদসহ দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে মোনাজাত করা হয়।

ইফতারে বিরোধী দল জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বিকল্পধারা বাংলাদেশ, বাম মোর্চা, সরকারের শরিক ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ্ব এবং আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতারা অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড