• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদ যাত্রায় ভোগান্তির সম্ভাবনা নেই : কাদের 

  নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০১৯, ১৩:৩৯
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ছবি : সংগৃহীত)

সড়কের কারণে এবার ঈদ যাত্রায় যানজটে ভোগান্তির সম্ভাবনা নেই বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ মে) মহাখালীর বিআরটিএ ভবনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, সড়কের কারণে এবার ঈদ যাত্রায় যানজটে ভোগান্তির সম্ভাবনা নেই। এবারের ঈদে মানুষ আগের চেয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলেই আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ঈদে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল উত্তরবঙ্গগামী মানুষের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তবে ঢাকা-ময়মনসিংহের গাজীপুর অংশে কিছুটা বিড়ম্বনা হতে পারে।

এছাড়া ঈদে ঘরমুখো সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বহনকারী যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে।

এদিকে দুর্ঘটনা ও যানজটের কারণগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এক্ষেত্রে সমন্বিত ও সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি। ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন করার পরও যদি পরিবহন যথাযথ শৃঙ্খলা মেনে না চলে, তাহলে কিন্তু রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস এসব থেকে তেমন কোনো সুফল পাওয়া যাবে না। এসময় ঈদের সময় মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলতে না পারে সে ব্যাপারে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন সেতুমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড