• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাকরিতে ডোপ টেস্ট, ধরা পড়লেই আউট

  অধিকার ডেস্ক

২৩ মে ২০১৯, ০৪:০৭
সংসদ ভবন
সংসদ ভবন (ছবি : সংগৃহীত)

মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করারও প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি।

সেই সঙ্গে সংসদীয় কমিটিতে চাকরিরত অথবা কেউ চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ মিললে তাকে বহিষ্কার বা চাকরিতে না নেয়ার সুপারিশ করা হয়েছে। এবং সব শ্রেণির মানুষের ডোপ টেস্ট করার ব্যাপারেও মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।

বুধবার (২২ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে তিনি বলেন, ডোপ টেস্টের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো- ডোপ টেস্টে কেউ ধরা পড়লেই আউট। যেখানে প্রয়োজন হবে সেখানেই ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টে কেউ আউট হলে, সে আউট। চাকরিতে নিয়োগ বা চাকরিরত অবস্থায় ডোপ টেস্টে আউট হলে সবাই সর্তক হবে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড