• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তারাই আমাদের চেতনায় আঘাত করছে : পীযূষ

  নিজস্ব প্রতিবেদক

১৬ মে ২০১৯, ২১:৫৬
পীযূষ বন্দ্যোপাধ্যায়
সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় (ফাইল ফটো)

সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, উন্নয়ন চাচ্ছে না, প্রগতির বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের আগে-পরে তারাই বিরোধিতা করেছে। ছলে বলে কৌশলে যখনই সুযোগ পাচ্ছে তারাই আমাদের চেতনার ওপর আঘাত করছে।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। যারা সম্প্রীতি বিশ্বাস করে তাদেরসহ সবাইকে আঘাত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক বলেন, সম্প্রতি পত্রিকায় প্রকাশ হওয়া জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা আমাদের নজরে এসেছে। রবিবার (১২ মে) কিছু জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের প্রসঙ্গে কোনো পর্যায়ে ‘সম্প্রতি বাংলাদেশে’র সংশ্লিষ্টতা নেই।

এ সময় উপস্থিত ছিলেন- সম্প্রতি বাংলাদেশ সদস্য সচিব মামুন আল মাহতাব স্বপ্নীল, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব উইলিয়াম প্রলয় সমাদ্দার, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংস্কৃতি ও তথ্যসচিব নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড