• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই’

  অধিকার ডেস্ক    ২৩ এপ্রিল ২০১৯, ০২:০১

আ. ক. ম মোজাম্মেল হক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক (ফাইল ফটো)

কোনো ধর্মই, সন্ত্রাস সমর্থন করে না। ধর্মের নামে মানুষ হত্যাও কোন ধর্মে নেই। তাই ওরা শুধুই সন্ত্রাসী, এদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

সোমবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ধর্মের নামে মানুষ হত্যাকারীরা মূলত ধর্মের ক্ষতি করে। যে সন্ত্রাসীরা ধর্মের নামে সারাবিশ্বে জঙ্গী কার্যক্রম পরিচালনা করছে, মূলত এরা সব ধর্মের ক্ষতি করছে।

মোজাম্মেল হক বলেন, আমাদের ধর্মও (ইসলাম) মানুষ হত্যা সমর্থন করে না। কোনো মুসলমান ধর্মের নামে মানুষ হত্যা করলে তারা মুসলমান নামের কলঙ্ক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে কাজ করছে। এ উন্নয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করতে হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, চলচ্চিত্র উৎসবের পরিচালক তারেক আহমেদ, ইন্টারন্যাশনাল মেন্টর ভারত থেকে আগত নীলোৎপল মজুমদার , ন্যাশনাল মেন্টর এম রাশেদ চৌধুরী, প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের অন্যতম সদস্য প্রফেসর কাবেরী গায়েন, প্রমুখ।

উল্লেখ্য, ২১ এপ্রিল শ্রীলঙ্কার গির্জা ও বিলাসবহুল হোটেলে সাত আত্মঘাতী বোমা হামলায় ২৯০ জন নিহত এবং ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড