• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরাপত্তা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সজাগ : স্বরাষ্ট্রমন্ত্রী

  অধিকার ডেস্ক    ২১ এপ্রিল ২০১৯, ১৮:২০

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। (ফাইল ছবি)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশের জনগণ সবসময় ধিক্কার দেয়। জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিশ্বাস করে না।

রবিবার (২১ এপ্রিল) বিকালে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশের জনগণ অত্যন্ত ভ্রাতৃপ্রতিম। এটি অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এখানে কোনো গির্জায়, মসজিদে, মন্দিরে হামলার মত কোনো ঘটনা ঘটুক আমরা কেউ তা চাই না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, রবিবার সকালে শ্রীলঙ্কার রাজধানীর গির্জা ও বিলাসবহুল হোটেলসহ আট স্থানে কয়েক দফা বোমা হামলায় ২০৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন চার শতাধিক নাগরিক। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়াও এই ঘটনার পর দেশটিতে অবস্থানরত দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড