• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে পোশাক কারখানায় আগুন

  অধিকার ডেস্ক    ১৪ এপ্রিল ২০১৯, ১৮:২৯

অগ্নিকাণ্ড
পোশাক কারখানায় অগ্নিকাণ্ড (ছবি- সংগৃহীত)

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলপাড় এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা।

রবিবার (১৪ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ১০ তলা ওই ভবনের ৬ তলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে ঘটনাস্থলে আরও ৫টি ইউনিট পাঠানো হয়। মোট ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কাফরুল থানার ওসি আসলাম সংবাদ মাধ্যমকে জানান, ‘ওই বিল্ডিংয়ের ছয় তলার এক পাশে আগুন লেগেছে। সেখানে একটি পোশাক কারখানার মালামাল ছিল।’

তিনি জানান, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভাতে কাজ করছে। পহেলা বৈশাখের কারণে সেখানে কোনও লোকজনও ছিল না তাই হতাহতের সম্ভাবনা নেই।

উল্লেখ, সিটি পার্ক নামে ওই বিল্ডিংয়ের ২য় ও ৩য় তলায় চাইনিজ রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার রয়েছে। চতুর্থ তলা থেকে উপরের অংশে পোশাক কারখানা।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড