• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মারাকাসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অর্থমন্ত্রী

  অধিকার ডেস্ক

০৩ এপ্রিল ২০১৯, ১৭:০৭
আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

মরক্কোর মারাকাসে গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৩ এপ্রিল) ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৪তম বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় যোগ দিতে ঢাকা ছাড়েন তিনি।

অর্থমন্ত্রীর এ সফরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ সফরসঙ্গী হিসেবে রয়েছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, আগামী ৫ ও ৬ এপ্রিল (শুক্রবার ও শনিবার) মরক্কোর মারাকাস শহরে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৪তম বোর্ড অব গভর্নসের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। মুসলিম দেশগুলোর জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রতিষ্ঠিত ব্যাংকটির বর্তমানে সদস্য দেশ ৫৭টি। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আইডিবি উল্লেখযোগ্য সহায়তা দিয়ে আসছে।

আরও পড়ুন : পেট্রোল বোমা মারার পাপে বিএনপি নেতারা জেলে : হানিফ

মারাকাস শহরে অনুষ্ঠিত সম্মেলন শেষে এরপর আগামী ৬ এপ্রিল অর্থমন্ত্রী বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে যোগ দিতে লন্ডন হয়ে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশে যাত্রা করবেন।

ওয়াশিংটন ডিসিতে আগামী ১২ থেকে ১৪ এপ্রিল তিন দিনব্যাপী বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠক হবে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বসন্তকালীন বৈঠকে যোগ দিতে আরও যাবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ প্রমুখ। নিউইয়র্ক থেকে প্রতিনিধিদলে যোগ দেবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং ইকনোমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড