• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী-তথ্যমন্ত্রীর শোক

  অধিকার ডেস্ক    ২৪ মার্চ ২০১৯, ১৭:৫৫

প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। (ছবি : সংগৃহীত)

বাংলা সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২৪ মার্চ) পৃথক শোক বার্তায় তারা দেশের সংগীত জগতে শাহনাজ রহমতুল্লাহর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় তথ্যমন্ত্রী বলেন, দেশাত্মবোধক গানে এ দেশে অপ্রতিদ্বন্দ্বী এক কণ্ঠস্বর ছিল শাহনাজ রহমতুল্লাহর। তার কণ্ঠের কালজয়ী দেশাত্মবোধক গানের মাধ্যমে তিনি আজীবন বেঁচে থাকবেন মানুষের মনে।

শাহনাজ রহমতুল্লাহ সংগীতে অবদানের জন্য একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বাচসাস পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া চারটি গান স্থান পায়।

উল্লেখ্য, শাহনাজ রহমতুল্লাহ শনিবার রাতে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড