• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুয়েটের ১১তম সমাবর্তনে রাষ্ট্রপতি

'সাফল্যের পেছনে না ছুটে কর্মের পেছনে ছুটতে হবে'

  অধিকার ডেস্ক

১৯ মার্চ ২০১৯, ১৯:৩৬
সমাবর্তন
বুয়টের ১১তম সমাবর্তনে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ছবি : সংগৃহীত)

সাফল্যের পেছনে না ছুটে কর্মের পেছনে ছুটতে হবে বলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের উদ্দেশে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, 'কর্মই আপনাদের জন্য সাফল্য ও সুনাম বয়ে আনবে।'

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর বুয়েটের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, 'ভবন নির্মাণে সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবেন না। সবার আগে দেশের স্বার্থ প্রাধান্য দিতে হবে।'

রাষ্ট্রপতি বলেন, 'উচ্চশিক্ষার জন্য প্রতি বছর দেশ থেকে বিপুল সংখ্যক প্রযুক্তিবিদ, প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। উচ্চশিক্ষা গ্রহণ শেষে তাদের অনেকেই আর দেশে ফেরত আসেন না। ফলে দেশ তাদের মেধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে।'

এ সময় তিনি দেশ ও জনগণের কল্যাণে অধিকতর অবদান রাখার জন্য নবীন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড