• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেমিক্যাল গোডাউন উচ্ছেদে মনিটরিং সেল : ডিএমপি

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া (ছবি : সংগৃহীত)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, পুরান ঢাকার অবৈধ কেমিক্যাল গোডাউন ও দাহ্য পদার্থের কারখানা উচ্ছেদে সিটি করপোরেশন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হবে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর চকবাজারে নন্দ কুমার দত্ত রোডের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে সংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘এই মনিটরিং সেল পুরো এলাকায় জরিপ করে অবৈধ কেমিক্যাল গোডাউন ও দাহ্য পদার্থের কারখানার তালিকা প্রস্তুত করবে। এরপর ধারাবাহিকভাবে তাদের উচ্ছেদ করা হবে। আবাসিক এলাকায় শিল্প কারখানা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জননিরাপত্তার জন্য হুমকি। তাই এসব অবৈধ গোডাউন বা কারখানা উচ্ছেদে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া এসব ভবনে অবৈধ গোডাউন ও দাহ্য পদার্থ ও প্লাস্টিকের দানার কারখানা ছিল। এজন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়তে পারতো। কিন্তু দমকল কর্মীরা জীবন বাজি রেখে আগুন নিয়ন্ত্রণে আনে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড