• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন হলে দুর্নীতি কমবে : আইনমন্ত্রী  

  নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩২
আইনমন্ত্রী আনিসুল হক
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতিবিরোধী অভিযান ও নেতৃত্বে সাফল্য’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন আইনমন্ত্রী (ছবি : পিআইডি)

সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন করা হলে দুর্নীতি অনেকাংশেই কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

দুর্নীতি প্রতিরোধে সকলকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান ও জানিয়েছেন তিনি।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতিবিরোধী অভিযান ও নেতৃত্বে সাফল্য’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিগত ১০ বছরে অনেকাংশে দুর্নীতি কমাতে সক্ষম হয়েছে। দেশে আর দুর্নীতি হতে দেওয়া যাবে না। যেকোনো মূল্যে দুর্নীতি দমন করতে হবে বলে ঘোষণা দেন তিনি।

এসময় আনিসুল হক বলেন, দেশে দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ছাড় পাননি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আজকে ঢাকায় বসা গুটিকয়েক নেতা যারা জনগণের কাছে গেলে পাঁচটা ভোটও পাবেন কি না, জামানত থাকবে কি না-এটা আমার সন্দেহ না, এটা ইতিহাস প্রমাণ করে দিয়েছে। সেই তারা আজকে বলে, এই দেশে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই, বলে দুর্নীতিগ্রস্ত।’

এ সময় তথ্য ও অধিকার আইনের বাস্তবায়নের পাশাপাশি দোষী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও জানান আইনমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড