• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে তিন দিনব্যাপী অগ্নি নিরাপত্তাবিষয়ক এক্সপো শুরু

  অধিকার ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩
ফায়ার সার্ভিস
ছবি : সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৯’। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন- র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান, এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এবং তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তাইওয়ান, তুরস্ক, চীন, ভারতসহ ২৬টি দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির খ্যাতমান ব্র্যান্ড প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় ৭০টি স্টল রয়েছে।

প্রসঙ্গত, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্যমতে- গেল বছরে (২০১৮) দেশে ছোট-বড় মিলিয়ে অগ্নিকাণ্ড ঘটছে ১৯ হাজার ৬৪২টি। এতে নির্মম ভাবে প্রাণ হারিয়েছেন ১৩০ জন, আহত হয়েছেন ৬৬৪ জন। আর্থিক ক্ষতি প্রায় ৩৮৬ কোটি টাকা। তবে গেল পাঁচ বছরে এ ক্ষতির পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা। রাজধানী ঢাকা, বিভাগীয় শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে আগুনে পুড়েছে ঘরবাড়ি, দোকানপাট, অফিসসহ অন্যান্য স্থাপনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড