• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাকাডেমিক বিনিময়ে আগ্রহী যুক্তরাজ্য  

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৩

মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক ‘অ্যাকাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালু করতে আগ্রহী যুক্তরাজ্য।

ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হোসেন বাংলাদেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শাখাসহ বিভিন্ন অ্যাকাডেমিক বিনিময় কর্মসূচি চালু আছে। বাংলাদেশের সঙ্গে এ ধরনের সহযোগিতা চালু হলে দেশের উচ্চ শিক্ষার ইমেজ বাড়বে এবং বেশি সংখ্যক বিদেশি ছাত্র ভর্তি হতে আগ্রহী হবে।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার কানবার হোসেন এ আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়নসহ দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা উপমন্ত্রী।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে উচ্চ শিক্ষাক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা প্রস্তাবের জন্য শিক্ষা উপমন্ত্রী ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ধন্যবাদ জানান। এ ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারকে উপমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। এখানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় কারও কোনো বাধা নেই। শুধুমাত্র যারা হিংসাত্মক ও নৈরাজ্যমূলক কাজ করবে, তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

এ দিকে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার কানবার হোসেন বলেন, ‘পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে।’

এ সময় ব্রিটিশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) আবু জাকী এবং রাজনৈতিক বিশ্লেষক এজাজুর রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড