• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯৯৯-এ ফোন, নারীকে বাঁচাল পুলিশ

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৪

জরুরি সেবা
জাতীয় জরুরি সেবা (ছবি- সংগৃহীত)

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে এক নারীকে আত্মহত্যা থেকে বাঁচিয়েছে পুলিশ। তার স্বামীর কলে তৎক্ষণাৎ পুলিশ বাসায় পৌঁছে জানালা ভেঙে ভেতরে গিয়ে ওই নারীকে উদ্ধার করে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবার দায়িত্বরত পুলিশের এএসপি মিরাজুর রহমান।

এএসপি মিরাজ জানান, ‘ঘটনার দিন দুপুর ১টার দিকে রহিম নামে একজন ফোন করে তার স্ত্রী আত্মহত্যার চেষ্টার কথা জানান। সংবাদ পেয়ে রংপুরের বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক সরোয়ার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিল। পরে কাউন্সেলিং (মানসিকভাবে চাপ মুক্ত) করে আত্মহত্যা কোন সমাধান নয়, তা বোঝানো হয়। পরে তাকে তার পরিবারের হেফাজতে দেওয়া হয়।

প্রসঙ্গত, আত্মহত্যা অপরাধ বিবেচনায় এর দণ্ড হিসেবে এক বছরের কারাদণ্ড হতে পারে। এক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলাও দায়ের করতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড