• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেখ হাসিনার নেতৃত্বে দেশে মিডিয়ার বিকাশ হয়েছে : তথ্যমন্ত্রী

  অধিকার ডেস্ক    ১১ জানুয়ারি ২০১৯, ০৫:২৯

হাছান মাহমুদ
সদ্য শপথ নেওয়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। (ছবি : সংগৃহীত)

সদ্য শপথ নেওয়া তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সরকার ও সংবাদকর্মীদের এক সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশের গণমাধ্যমকে উন্নত বিশ্বের সমমানে উন্নীত করতে চাই।’

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় মন্ত্রী এসব কথা বলেন।

সে সময় সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ অঙ্গ। রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটির সঙ্গে যদি গণমাধ্যমের কাজের সমন্বয় না থাকে, তাহলে রাষ্ট্র এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার বিকাশ হয়েছে উল্লেখ করে সদ্য শপথ নেওয়া তথ্যমন্ত্রী বলেন, ‘এসময় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিপ্লব ঘটেছে। এভাবে গণমাধ্যমের পাশাপাশি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জও এসে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমারে সমন্বিতভাবে কাজ করতে হবে। কারণ সমাজকে সঠিকভাবে প্রভাবিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানুষের মনন সঠিক ক্ষেত্রে প্রভাবিত করার ক্ষেত্রে গণমাধ্যম বিশাল ভূমিকা রাখে। অসত্য সংবাদ সমাজের ক্ষতিও করে। এ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য রাষ্ট্রের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় এবং বোঝাপড়াও প্রয়োজন। যেটি আমাদের দেশে আছে, এটিকে আরও বিস্তৃত করা আমাদের কাজ।’

মন্ত্রী এও বলেছেন, ‘গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের অনেক অভাব অভিযোগ। ভালো অথচ রুগ্ন কিছু গণমাধ্যম রয়েছে। সেগুলোকে কীভাবে সহায়তা করা যায়, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা বলি, তা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ সমস্ত কিছুর কাজে সমন্বয় করতে হবে। গণমাধ্যম কর্মীদের অভিযোগ বিবেচনায় নিয়ে তাদের অসুবিধাগুলো আমাদের দূর করতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড