• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অসমীয়া ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

  অধিকার ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০১৮, ১৩:১৬

ছবি
ছবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবন’ বইয়ের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবার অনূদিত অসমীয়া ভাষায়।

ভারতের আসাম রাজ্যে গতকাল (২৬ ডিসেম্বর) এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অসমীয়া ভাষায় বইটি অনুবাদ করেছেন সৌমেন ভারতীয়া ও ড. জুরি শর্মা।

গতকাল (২৬ ডিসেম্বর) নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসামের গৌহাটি বইমেলায় গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অসমীয়া ভাষায় অনূদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো মেঘালয় রাজ্যের গভর্নর তথাগত রায়, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার রকিবুল হক এবং আসাম সাহিত্য সভার প্রেসিডেন্ট ড. প্রেমানন্দ রাজবংশী।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গভর্নর তথাগত রায় বলেন, ‘বঙ্গবন্ধুর এই বইতে তার জীবনের সংগ্রাম ও বাঙালি জাতির স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে। বইটি ভারতীয় উপমহাদেশের ৫০-৭০ সালের একটি ঐতিহাসিক দলিল।’

উল্লেখ্য বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বাংলা ভাষা ছাড়াও ইতিমধ্যে ইংরেজি, হিন্দি, চীনা, জাপানি, ফরাসি, আরবি, তুর্কি ও স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড